ডেংগু প্রতিরোধে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

ডেংগু প্রতিরোধে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক

ডেংগু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
আজ (মঙ্গলবার) সকালে সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন সহকারী পরিচালক ডা. মো. নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযান চলাকালীন কার্যক্রম তদারকি করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শেখর কান্তি পাল ও কীটতত্ত্ববিদ নজরুল ইসলাম

কার্যালয়ের প্রাঙ্গণ, পার্শ্ববর্তী এলাকা, ড্রেন, ছাদ ও ভবনের আশপাশে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।
বিশেষ করে ফুলের টব, ছাদের পানি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, খোলা ড্রাম বা ট্যাংক, ফ্রিজ ও এয়ার কন্ডিশনের ট্রে, নির্মাণাধীন ভবনের ছাদ, ড্রেন ও নালায় জমে থাকা পানি পরিষ্কার করা হয়।

সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান বলেন,

“ডেংগু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখা।
সপ্তাহে অন্তত একদিন ঘরের আশপাশে জমে থাকা পানি ফেলে দেওয়া ও পরিষ্কার রাখাকে অভ্যাসে পরিণত করতে হবে। জনগণ সচেতন হলে ডেংগু নিয়ন্ত্রণ সম্ভব।”

এদিকে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম জানান,

“ ভবিষ্যতেও নিয়মিতভাবে এ কার্যক্রম চালানো হবে।”

অভিযান শেষে উপস্থিত কর্মকর্তারা বলেন,

“নিজের ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয়, এটি ডেংগু প্রতিরোধে নাগরিক কর্তব্য।
নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ